নিউ জলপাইগুড়ি ও রাঙাপানি স্টেশনের মধ্যে ফাঁসিদেওয়ায় ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যেই অন্তত ৫ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে। ২৫/৩০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কীভাবে একই লাইনে চলে এল দু’টি ট্রেন!
প্রত্যক্ষদর্শীদের মতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থাতেই পেছন থেকে মালগাড়ি এসে ধাক্কা মারে। তাহলে কি সিগন্যালিং ব্যবস্থায় কোনও গলদ ছিল? নাকি প্রাকৃতিক দুর্যোগের জন্য দৃশ্যমানতা কম ছিল? ঠিক কীভাবে একই লাইনে, একই সময়ে দু’টি ট্রেন এল? দায় কার? শুরু হয়েছে জোর চর্চা।