সাতসকালে নিউ জলপাইগুড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে ভয়াবহ দুর্ঘটনার শিকার শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তাদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাম্বুলেন্স, চিকিৎসক, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। জানা যাচ্ছে, রেলের তরফে বিশেষ উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে। এর জেরে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি রুটের সমস্ত ট্রেন চলাচল।