Sambad Samakal

Kanchanjungha Express: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, চিকিৎসাধীন অন্তত ২৫

Jun 17, 2024 @ 12:43 pm
Kanchanjungha Express: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, চিকিৎসাধীন অন্তত ২৫

ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় ক্রমাগত লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! সংবাদসংস্থা সূত্রে খবর, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ২৫ জন।

রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, মালগাড়ির চালক ও সহকারী চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডেরও মৃত্যু হয়েছে। এক্সপ্রেস ট্রেনের মোট তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঞ্চনজঙ্ঘার প্রথমের দিকের ক্ষতিগ্রস্ত না হওয়া কামরাগুলোকে অন্য ইঞ্জিনের মাধ্যমে টেনে পার্শ্ববর্তী স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে।

Related Articles