সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ১৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৪১ জন। এই পরিস্থিতিতে গভীর শোকপ্রকাশ করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে রেলের তরফে।
অন্যদিকে, রেলের তরফের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা ও সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে রেলের তরফেও।