ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কাণ্ডে জোরকদমে চলছে উদ্ধারকাজ। আটকে পড়েছেন যাত্রীরা। সম্পূর্ণ বন্ধ রয়েছে নিউ জলপাইগুড়ি লাইনের রেল চলাচল। ক্রমাগত বাড়ছে আহতদের সংখ্যা। এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল রেল কর্তৃপক্ষ।
জানানো হয়েছে, ০৩৩ ২৩৫০ ৮৭৯৪ ও ০৩৩ ২৩৮৩৩৩২৬ এই দু’টি হেল্পলাইন নম্বরে ফোন করে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।