Sambad Samakal

Mamata: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কাণ্ডে রেলকে কাঠগড়ায় তুলে কী দাবি মমতার?

Jun 17, 2024 @ 5:25 pm
Mamata: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কাণ্ডে রেলকে কাঠগড়ায় তুলে কী দাবি মমতার?

সোমবার সকালেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বিকেলে কলকাতা থেকে বাগডোগরা উড়ে যাওয়ার আগে কার্যত রেলকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন কেন এতদিনেও অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়নি!

এদিন মমতা বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইস শুরু করেছিলাম। নিজে গিয়েছিলাম মারগাঁওয়ে। আজকে নতুন নাম দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে, নতুন নাম দিলেও যাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই। এখন খালি ফ্যাশন হচ্ছে। কথার ফুলঝুরি হচ্ছে। অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। গাইসালে যে দুর্ঘটনা ঘটেছিল, তা আজকের ঘটনাস্থল থেকে সামান্য দূরে। ওই জ়োনটা একটা ব্ল্যাক স্পট। বারবার ওখানে দুর্ঘটনা ঘটে। তাও কারও কোনও নজর নেই। আমি তো দেখছি, শিয়ালদায় যাত্রীদের কী দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মাঝেমাঝেই। রেল মিনিস্ট্রিটাই তুলে দিয়েছে, বাজেট হয় না। কাকে বলব!

Related Articles