বিকেলে কলকাতা থেকে রওনা দিয়ে সন্ধ্যেয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি। উপস্থিত চিকিৎসকদের কাছ থেকে আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, “আহতদের মধ্যে এক জনের অবস্থা কিছুটা সঙ্কটজনক রয়েছে। বাকিরা সকলেই স্থিতিশীল রয়েছেন। কৃষ্ণনগর, বর্ধমান, পাথরপ্রতিমার কয়েক জন বাসিন্দাও রয়েছেন। আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”