ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর সেই দলের অন্যতম মুখ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সামনেই বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা! জানা যাচ্ছে, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থেকে ডায়মন্ড হারবারের পথে যাচ্ছিল বিজেপির প্রতিনিধি দল। সেই সময়েই আমতলায় বিপ্লব দেবে গাড়ি আটকে দেন বিজেপি কর্মীরা।
তাদের অভিযোগ, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে যোগসাজশ রেখে চলেন। আর সেজন্যই বারবার তৃণমূলের হাতে আক্রাুহতে হচ্ছে বিজেপি কর্মীদের। বিপ্লব দেবকে গাড়ি থেকে নেমে স্থানীয় বিজেপি অফিসে আসারও অনুরোধ জানান কর্মীরা। যদিও সেই অনুরোধে রাজি না হওয়ায় দলীয় কার্যালয়ে তালা আটকে দেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।