শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর থেকেই এর কারণ সম্পর্কে বিভিন্ন দিক উঠে আসছে। প্রথম থেকেই সিগন্যালিং ব্যবস্থা খারাপ ছিল বলে জানা গিয়েছিল। তবে এবার মনে করা হচ্ছে, সিগন্যালিং ব্যবস্থার সঙ্গেই খারাপ ছিল রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমও!
সূত্রের খবর, স্বয়ংক্রিয় সিগন্যালিং খারাপ থাকায় ম্যানুয়াল মেমো নিয়ে রাঙাপানি স্টেশন পেরিয়ে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঠিক ১৫ মিনিট পরে রাঙাপানি থেকে ম্যানুয়াল মেমো নিয়ে এগোতে থাকে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি। তবে সামনেই যে আরও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তা কি জানতে পারেননি মালগাড়ির চালক? এমনকী রেলওয়ে কন্ট্রোলরুমের কর্মীরাও কি বুঝতে পারেননি যে একই ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা? রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমও কি তাহলে সঠিকভাবে কাজ করছিল না? তবে এই বিষয়ে সরকারিভাবে রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।