Sambad Samakal

Kanchanjungha Express: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় প্রাণ গেল মালদার খুদের! লড়ছে মা-বাবা

Jun 18, 2024 @ 2:19 pm
Kanchanjungha Express: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় প্রাণ গেল মালদার খুদের! লড়ছে মা-বাবা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল মালদার খুদের! মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডল। এখনও হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্নেহার মা-বাবা।

জানা যাচ্ছে, ছোট্ট মেয়েকে নিয়ে মাটিগাড়ায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন মহিলাল মণ্ডল ও ছবি মণ্ডল। মালদার সামসির বাসিন্দা দু’জনেই পেশায় স্কুল শিক্ষক। অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে মালদার বাড়িতে ফিরছিলেন তাঁরা। কিন্তু দুর্ঘটনার জেরে কার্যত ওলটপালট হয়ে গেল সবকিছু।

Related Articles