সোমবার রাতেই শিলিগুড়ি থেকে কোচবিহারে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী, ‘মা-মাটি-মানুষের’ মঙ্গলকামনায় কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন কোচবিহারের নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, পার্থপ্রতীম রায় সহ অন্যান্যরা।
এরপরেই সেখান থেকে সরাসরি বিজেপির রাজ্যসভার সাংসদ ও গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে যান মমতা। রাজনৈতিক মহলের মতে, চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের পরে মমতা-অনন্ত এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। শেষপর্যন্ত দু’জনের ঠিক কোন কোন বিষয়ে কথা হয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।