বুকে ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, পেসমেকার বদলের জন্য দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
পরিবার সূত্রে খবর, ইতিমধ্যেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পেসমেকার বদল করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে চিকিৎসকদের কড়া নজরদারির মধ্যেই রয়েছেন। আরও কয়েক দিন হাসপাতালে থাকার পরে, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে, ছুটি মিলবে বলে খবর।