মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে রাজি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ! বাংলায় লোকসভা ভোটে খারাপ ফলের জন্য ফের একবার রাজ্য বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য করলেন সৌমিত্র।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলায় বিজেপির যে ফলাফল হয়েছে, তার দায় রাজ্য নেতৃত্ব এড়াতে পারে না। কেন্দ্রীয় নেতৃত্ব সবরকমের সাহায্য করলেও আমরা ব্যর্থ হয়েছি। বাংলার বকেয়া টাকা আটকে রাখা উচিত হয়নি। উন্নয়নের প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেও আমি রাজি।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের ফলাফলের পর থেকে লাগাতার সৌমিত্র রাজ্য বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন। এদিন সেই ঝাঁঝ আরও বাড়িয়ে কি পরোক্ষে তৃণমূলকেই বার্তা দিতে চাইলেন সৌমিত্র খাঁ! জোর জল্পনা রাজনৈতিক মহলে।