মঙ্গলবার সকালে মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে পৌঁছল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। যারমধ্যে ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, ডেরেক’ও ব্রায়েন, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে। দীর্ঘক্ষণ ধরে চব্বিশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে খবর।
প্রসঙ্গত, এরআগে মুম্বইয়ে গিয়ে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে এদিন ‘মারাঠা স্ট্রং ম্যান’ শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা সারলেন তৃণমূল সাংসদরা। ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস ছাড়াও অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়ানোর জন্যই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।