কার ইশারায় চব্বিশের লোকসভা ফলাফলের আগে শেয়ার বাজারে কেলেঙ্কারি হয়েছিল? প্রশ্ন তুলে মঙ্গলবার মু্ম্বইয়ে ‘সেবি’র সদর দফতরের বাইরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল সাংসদরা। প্রথমে ‘সেবি’র ডিরেক্টরের হাতে ডেপুটেশন তুলে দেন কল্যাণ ব্যানার্জী, ডেরেক’ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা।
এরপরে সেবি দফতরের বাইরে এসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। দাবি তোলা হয়, শেয়ার মার্কেট থেকে আচমকা কয়েক হাজার কোটি টাকা গায়েবের নেপথ্যে কারা রয়েছে,তা খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।