Sambad Samakal

College Admission: খুলল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, কবে থেকে আবেদন, কী জানালেন শিক্ষামন্ত্রী?

Jun 19, 2024 @ 3:50 pm
College Admission: খুলল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, কবে থেকে আবেদন, কী জানালেন শিক্ষামন্ত্রী?

দীর্ঘ প্রতিক্ষার পরে অবশেষে বাংলায় বাস্তবায়িত হল কলেজে ভর্তির কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা। বুধবার দুপুরে নয়া পোর্টালের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য সরকারি এই ওয়েবসাইট থেকে এক বারেই যে কোনও কলেজে ভর্তির ফর্ম ফিল-আপ করা যাবে। আলাদা করে পৃথক পৃথক কলেজের ওয়েবসাইট থেকে ফর্ম ফিল-আপের আর কোনও প্রয়োজন থাকবে না।

এদিন পোর্টাল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “স্নাতক স্তরে কলেজে ভর্তি নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অস্বচ্ছতার অভিযোগ ছিল। কীভাবে তা নিরসন করা যায়, সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে কেন্দ্রীয় অনলাইন সিস্টেম আজ থেকে চালু করা হল। এর ফলে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।”

উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৪৬১টি কলেজে এর মাধ্যমে ভর্তি হওয়া যাবে। মোট ৯ লক্ষ আসনে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এক জন সর্বাধিক ২৫টি আবেদন করতে পারবেন। প্রথম দফার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে দ্বিতীয় দফার প্রক্রিয়া শুরু হবে। ২৪ জুন থেকে পোর্টালে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

Related Articles