Sambad Samakal

Halong Bungalow: কীভাবে অগ্নিকাণ্ড ঐতিহ্যবাহী হলং বাংলোয়! জানতে কী নির্দেশ বনমন্ত্রীর?

Jun 19, 2024 @ 7:19 pm
Halong Bungalow: কীভাবে অগ্নিকাণ্ড ঐতিহ্যবাহী হলং বাংলোয়! জানতে কী নির্দেশ বনমন্ত্রীর?

মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে জলদাপাড়া অভয়ারণ্যের ঐতিহ্যবাহী হলং বন বাংলো। আর এই ঘটনায় এবার বিশেষ তদন্তকারী দল গঠন করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্য বনপালোর নেতৃত্বে ডিএফও, স্থানীয় রেঞ্জার বন দফতরের আধিকারিকদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবেন মন্ত্রীকে। নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তাই খতিয়ে দেখবে কমিটি।

জানা যাচ্ছে, মঙ্গলবার দুর্ঘটনার সময়ে লোডশেডিং ছিল বন বাংলোয়। তাহলে কীভাবে শর্টসার্কিটের মত ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলো কি কেউ বা কারা ইচ্ছে করে বন বাংলোয় অগ্নিসংযোগ করেছিল! সমস্ত দিকই খতিয়ে দেখবে বন দফতরের বিশেষ তদন্ত কমিটি।

Related Articles