সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল অভিযোগপত্রে! বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কাঞ্চনজঙ্ঘার মহিলা যাত্রী চৈতালি মজুমদার! প্রসঙ্গত, এই অভিযোগের প্রেক্ষিতেই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা কাণ্ডে মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল নিউ জলপাইগুড়ি জিআরপি।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত মহিলা যাত্রী চৈতালি মজুমদারের অভিযোগ, হাসপাতালে থাকাকালীন তাঁকে দিনে একটি সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল জিআরপির পুলিশ কর্মীরা। তিনি ভেবেছিলেন বয়ান রেকর্ড করা হচ্ছে। কিন্তু ওই কাগজের ভিত্তিতেই যে মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে, তা জানা ছিল না। যদিও এপ্রসঙ্গে জিআরপির দাবি, ওই মহিলাই অভিযোগপত্র লিখে দিয়েছিলেন।