Sambad Samakal

Weather: অস্বস্তিকর গরমে নাজেহাল! ঝড়-বৃষ্টি কবে থেকে, কী জানাচ্ছে হাওয়া অফিস?

Jun 19, 2024 @ 7:54 am
Weather: অস্বস্তিকর গরমে নাজেহাল! ঝড়-বৃষ্টি কবে থেকে, কী জানাচ্ছে হাওয়া অফিস?

অস্বস্তিকর ও ঘর্মাক্ত গরমের জেরে কার্যত নাজেহাল আম বাঙালি। উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হলেও দক্ষিণে এখনও বৃষ্টির দেখা নেই। তবে বুধবার আশার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষার প্রবেশ হতে চলেছে। শনি-রবিবার থেকে স্বস্তির বৃষ্টির দেখা মিলতে পারে। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles