বুধবার দুপুরে সল্টলেকের ইডি সদর দফতরে উপস্থিত হলেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি কাণ্ডে তাঁকে জেরা করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, এরআগে ইডি দফতরে হাজিরার বিষয়ে সাড়া দেননি অভিনেত্রী, কারণ সেই সময়ে বিদেশে ছিলেন তিনি। দ্বিতীয়বারের তলবে এদিন হাজিরা দিলেন ঋতুপর্ণা।
ইডি দফতরে প্রবেশের সময়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। তবে এরআগে এই বিষয়ে ঋতুপর্ণা মন্তব্য করেছিলেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অকারণে সম্মানহানি করার চেষ্টা হচ্ছে। তবে ইডি সূত্রে খবর, মূলত বেশ কিছু ব্যাঙ্কিং লেনদেনের তথ্যকে সামনে রেখেই অভিনেত্রীকে তলব করা হয়েছে।