ভোট পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে ‘ঘরছাড়া’ বিজেপি কর্মীদের নিয়ে কলকাতার রাজভবনের সামনে অবস্থান কর্মসূচী করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ। এই অভিযোগে বুধবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন শুভেন্দু।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে বিচারপতি সিনহা প্রশ্ন, কেন রাজভবনের সামনেই অবস্থান কর্মসূচী করতে হবে? শাসক দল ওই স্থানে কর্মসূচী করেছে বলেই, পাল্টা একই যায়গায় অবস্থান করতে হবে! একসঙ্গেই শহরের অন্যত্র অবস্থান-বিক্ষোভ কর্মসূচী পালনের পরামর্শও দেন বিচারপতি সিনহা।