কলকাতায় চিকিৎসা করাতে এসে ‘নিখোঁজ’ বাংলাদেশি যুবক! জানা যাচ্ছে, পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন মহম্মদ দিলওয়ার হোসেন। বাংলাদেশের পাবনার বাসিন্দা তিনি।
বৃহস্পতিবার সকালে আচমকাই হোটেল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এরপরেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তল্লাশি শুরু করেছে পুলিশ।