চলতি বছরে ভয়াবহ দাবদাহ প্রত্যক্ষ করছে গোটা দেশ। তীব্র গরমের জেরে ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে মৃত্যু হয়েছে ১৯২ জন ভবঘুরের! এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে এল!
জানা যাচ্ছে, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমের জেরে রাজধানী নয়া দিল্লিতে মৃত্যু হয়েছে ১৯২ জন ভবঘুরের। গত তিন দিনে দিল্লি লাগোয়া নয়ডায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যদিও এই তথ্য-পরিসংখ্যান সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও স্বীকৃতি পায়নি।