Sambad Samakal

Jyotipriya Mallick: হাইকোর্টে জামিনের আবেদন জ্যোতিপ্রিয়র! কী অবস্থান আদালতের?

Jun 20, 2024 @ 2:42 pm
Jyotipriya Mallick: হাইকোর্টে জামিনের আবেদন জ্যোতিপ্রিয়র! কী অবস্থান আদালতের?

কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানালেন জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে।

প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবীর দাবি, একাধিক গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তাই এই মুহূর্তে তাঁকে জেলে বন্দি করে রাখার কোনও যুক্তি নেই। যদিও এই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেছে ইডি। তাদের দাবি, জ্যোতিপ্রিয় জেলোর বাইরে এলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। তথ্য-প্রমাণ লোপাট হতে পারে।

সব পক্ষের মতামত শুনে আগামী ২৫ জুন মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি ঘোষ। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে জেলে রয়েছেন জ্যাোতিপ্রিয় মল্লিক। নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন করলেও, সাড়া মেলেনি। এখন দেখার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট।

Related Articles