Sambad Samakal

Mamata: সরকারি দফতরেই বিদ্যুৎ অপচয়! আধিকারিকদের কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

Jun 20, 2024 @ 5:47 pm
Mamata: সরকারি দফতরেই বিদ্যুৎ অপচয়! আধিকারিকদের কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

সরকারি দফতরেই বিদ্যুৎ অপচয়! বিদ্যুতের বিল কমাতে আধিকারিকদের এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন দফতরের সচিবরা।

এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সমস্ত সরকারি দফতরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রকে ২৬ ডিগ্রিতে চালাতে হবে। এরথেকে কমে চালানোর প্রয়োজন নেই, কারণ তাতে অতিরিক্ত বিদুৎ পোড়ে। এছাড়াও দফতরের লাইট, ফ্যান অকারণে জ্বালিয়ে রাখা থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিদুৎ সাশ্রয় করতে সরকারি দফতরগুলোতে সোলার প্যানেল লাগানো যায় কিনা, সেই বিষয়ে পরিকল্পনা নিতে বলা হয়েছে বিভিন্ন দফতরের আধিকারিকদের।

Related Articles