বৃহস্পতিবার বিকেলে আচমকাই নবান্নে হাজির হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের জন্যই এই সফর বলে খবর।
তবে মমতা ও চিদম্বরমের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি এখনও। তবে লোকসভা নির্বাচনের পরেই নবান্নে চিদম্বরমের সফর ঘিরে তীব্র কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।