নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দেশের সমস্ত হাইকোর্টে চলা মামলার ওপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট! বিচারপতি বিক্রম নাথ ও এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়ে দিল, সমস্ত মামলা একসঙ্গে শুনতে চায় সুপ্রিমকোর্ট। আপাতত তাই হাইকোর্টগুলোতে এই মামলার কোনও শুনানি হবে না।
আগামী ৮ জুলাই সুপ্রিমকোর্টে সব ক’টি মামলা একসঙ্গে শুনবেন বিচারপতিরা। তার আগে এদিন কেন্দ্র ও ন্যাশানাল টেস্টিং এজেন্সিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্ট। পরবর্তী শুনানির আগে জবাব দিতে হবে কেন্দ্র ও এনটিএকে।
তবে সুপ্রিমকোর্ট জানিয়েছে, এখনই কাউন্সেলিং প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ জারি করা হচ্ছে না। ৮ জুলাইয়ের শুনানিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের সর্বোচ্চ আদালত।