Sambad Samakal

Puri Ratna Bhandar: অপেক্ষার অবসান! কবে খোলা হবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার?

Jun 20, 2024 @ 1:31 am
Puri Ratna Bhandar: অপেক্ষার অবসান! কবে খোলা হবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার?

ওড়িশায় ভোটে জিতে ক্ষমতায় এলে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি নিখোঁজ হওয়ার নেপথ্যের কারণ অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। একইসঙ্গে রত্নভাণ্ডারের ভিতরে থাকা গহনা ও সম্পদ বাইরে আনার ঘোষণাও করেছিল বিজেপি। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে জিতে ওড়িশায় ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ করল বিজেপি সরকার। আগামী ৮ জুলাই পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হবে বলে বুধবার জানাল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ।
বুধবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডিং আর্কিলজিস্ট ডি বি গড়নায়েক বলেন, “আগামী ৮ জুলাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের টেকনিকাল কোর কনজারভেশন কমিটি এবং রাজ্য সরকারের তৈরি করা ১২ সদস্যের রত্নভাণ্ডার কমিটির উপস্থিতিতে রত্নভাণ্ডার খোলা হবে।” তিনি জানিয়েছেন, “দ্বাদশ শতাব্দীতে তৈরি হওয়া মন্দিরের রত্নভাণ্ডারের অবস্থা এখন কী রকম রয়েছে তা পরিদর্শন ও মূল্যায়নের পরই সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
রথযাত্রা উপলক্ষে এবছর ৭ জুলাই থেকে ৯ দিনের জন্য জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বাইরে নিয়ে আসা হবে। তাই ওই সময়টিকেই রত্নভাণ্ডার খোলার জন্য বেছে নেওয়া হয়েছে।
ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের ওই আধিকারিক জানিয়েছেন, ২০১৮ সালে রত্নভাণ্ডারের বাইরের অবস্থা পরিদর্শনের সময় সেখানকার একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছিল। বেশ কিছু পাথরের টুকরো খসে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পাশাপাশি অনেকগুলি লোহার কড়িবরগাও নিখোঁজ ছিল। ফাটলের জায়গাগুলি দিয়ে বৃষ্টির জলও রত্নভাণ্ডারের ভেতরে পড়তে দেখা গিয়েছিল। রাজ্যে নতুন সরকার গঠনের পর বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজিকে অবিলম্বে রত্নভাণ্ডার সারানোর বিষয়ে আবেদন জানান। তার ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করল সরকার।

Related Articles