তৃণমূলকে ভোটে জিততে সাহায্য করেছে সিপিএম! বৃহস্পতিবার এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু দাবি করেন, “তৃণমূলকে ভোটে জেতাতে কাজ করেছে সিপিএম। এবারের নির্বাচনে অন্তত ১২টা আসনে ভোট কেটে তৃণমূলকে সাহায্য করেছে ওরা। বামেরা কোনও আসনে জেতার মত অবস্থাতেই ছিল না। তৃণমূলকে জেতানোর এজেন্ডা নিয়েই বামেরা ভোটে নেমেছিল। ২০২১-এর ভোটেও ৫৬টা আসনে তৃণমূলকে জিততে সুবিধা করে দিয়েছিল সিপিএম।”
যদিপ শুভেন্দুর এই দাবি মানতে নারাজ তৃণমূল ও সিপিএম দু’পক্ষই। তাদের দাবি, লোকসভা ভোটে হারের হতাশা থেকেই এই ধরনের কথা বলছেন বিরোধী দলনেতা।