রাজ্য বিধানসভায় বিল এনে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাসত্ত্বেও বৃহস্পতিবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হল কলকাতার রাজভবনে। অন্যদিকে, কলকাতার রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে পৃথকভাবে এই দিনটি পালন করল রাজ্য বিজেপি।
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে এদিন সকালে নাচ-গানের মাধ্যমে তা পালিত হয় রাজভবনে। উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। রেড রোডে বিজেপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। যদিও বিজেপির এই উদ্যোগকে বিশেষ আমল দিতে রাজও নয় শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি যতই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করুক না কেন, রাজ্যের জনগণ পয়লা বৈশাখের দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মেনে নিয়েছে।