প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীররঞ্জন চৌধুরী। শুক্রবার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে রাজ্যে দলের ভরাডুবির দায় নিয়েই দায়িত্ব ছাড়ার কথা জানান অধীর। সূত্রের খবর, তাঁর ইস্তফা গৃহীত হয়েছে। এদিন বিকেলেই কংগ্রেস পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের উপস্থিতিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী বাংলার জন্য পরবর্তী প্রদেশ সভাপতি বাছবেন।
editor