আপাতত জেলমুক্তি হল না দিল্লির মুখ্যমন্ত্রীর। দিল্লির রাউজ অভ্যেনিউ কোর্ট বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালের জামিনেরp আবেদন মঞ্জুর করলেও শুক্রবার সকালে টেট? স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। জামিনের বিরোধিতা করে এদিন সকালেই ইডি হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলা গ্রহণ করে দিল্লি হাইকোর্ট জানায়, যেহেতু জামিনের বিরোধিতা মামলার শুনানি চলছে, তাই নিম্ন আদালতের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হল।