বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। পশ্চিমবাংলা সহ দক্ষিণের রাজ্যের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা নেহাত কম নয়। এই পরিস্থিতিতে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে মোদি ঘোষণা করলেন, এবার থেকে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হতে চলেছে ‘মেডিক্যাল ই-ভিসা’। এর ফলে ভারতে চিকিৎসার জন্য ইন্টারনেটের মাধ্যমেই ভিসা পাবেন বাংলাদেশের নাগরিকরা। অসুস্থ মানুষকে নিয়ে হাই-কমিশনে গিয়ে ভিসার জন্য লাইন দিতে হবে না।
এছাড়াও মোদি ঘোষণা করেছেন, বাংলাদেশের উত্তর-পশ্চিম এলাকার নাগরিকদের সুবিধার জন্য রংপুরে একটি সহকারী হাইকমিশন খুলতে চলেছে ভারত। সবমিলিয়ে শেখ হাসিনার ভারত সফর কার্যত একরাশ সুখবর নিয়ে এল বাংলাদেশি নাগরিকদের জন্য।