Sambad Samakal

BBD Bag: সাতসকালে বিবাদী বাগের গার্স্টিন প্লেসে আগুন! কী পরিস্থিতি এই মুহূর্তে?

Jun 22, 2024 @ 10:22 am
BBD Bag: সাতসকালে বিবাদী বাগের গার্স্টিন প্লেসে আগুন! কী পরিস্থিতি এই মুহূর্তে?

শনিবার সাতসকালে বিবাদী বাগের গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! জানা যাচ্ছে, এদিন সকালে আচমকাই ব্যাঙ্কশাল আদালতের পাশে ৫ নম্বর গার্স্টিন প্লেসে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বাড়িটির ভেতর থেকে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়।

খবর পেয়েই ছুটে আসে দমকলের ৮টি ইঞ্জিন। জোরকদমে আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা। যদিও ঘিঞ্জি এলাকায় বেশ কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর। তবে দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর। বাড়িটির ভেতরে রাসায়নিক পদার্থের গুদাম থাকায় আগুনের ভয়াবহতা অনেকটাই বেশি ছিল। ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

Related Articles