আজ, শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর হুগলির মাহেশ। এবছর ৬২৮ তম বর্ষে পদার্পণ করল মাহেশের রথযাত্রা।
বিশেষভাবে উল্লেখ্য, ৪৭ বছর পরে এবার বিকেলে নয়, সকাল থেকেই শুরু হয়েছে স্নানযাত্রার উৎসব। আজ সারাদিন জগন্নাথ দেবকে গজরূপে দর্শণ করতে পারবেন পূণ্যার্থীরা। স্নানযাত্রার সাক্ষী থাকতে এদিন সকাল থেকেই মাহেশের মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা।