Sambad Samakal

Arvind Kejriwal: জামিনের আবেদন নিয়ে ছুটির দিনেও সুপ্রিমকোর্টে কেজরি! কী অবস্থান আদালতের?

Jun 23, 2024 @ 7:28 pm
Arvind Kejriwal: জামিনের আবেদন নিয়ে ছুটির দিনেও সুপ্রিমকোর্টে কেজরি! কী অবস্থান আদালতের?

রাউস অ্যাভিনিউ কোর্ট মঞ্জুর করলেও, দিল্লি হাইকোর্টের নির্দেশে শেষমুহুর্তে বাতিল হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন। এবার জামিনের আবেদন নিয়ে ছুটির দিন, রবিবারেই সুপ্রিমকোর্টের দারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন কেজরিওয়াল। জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আবেদন জানানো হয়েছে। মনে করা হচ্ছে, আগামীকাল অর্থাৎ সোমবারই কেজরিওয়ালের জামিনের মামলার শুনানি হতে পারে। এখন দেখার শেষপর্যন্ত সুপ্রিমকোর্ট ফের দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন মঞ্জুর করে কি না।

Related Articles