Sambad Samakal

BJP: ভোট মিটতেই নলহাটিতে উদ্ধার বিজেপি কর্মীর দেহ! কাদের বিরুদ্ধে অভিযোগ?

Jun 23, 2024 @ 1:31 pm
BJP: ভোট মিটতেই নলহাটিতে উদ্ধার বিজেপি কর্মীর দেহ! কাদের বিরুদ্ধে অভিযোগ?

ভোট মিটতেই নলহাটিতে রেল লাইনের ধার থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর মৃতদেহ! জানা যাচ্ছে, রবিবার সকালে বীরভূমের নলহাটির পাইকপাড়ায় বাড়ির কাছের রেল লাইনের ধারে পাওয়া যায় মৃত বিজেপি কর্মী প্রদীপ মালের নিথর দেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোটের চগে তৃণমূলের দুষ্কৃতিদের সঙ্গে বচসা হয়েছিল প্রদীপ মালের। ভোর মিটতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই তাঁকে খুন করেছে বলে দাবি বিজেপি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Related Articles