Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

Jun 23, 2024 @ 7:52 am
Weather: আংশিক মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। বিগত কয়েক দিনে তীব্র দাবদাহের হাত থেকে সাময়িক কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এদিন বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলা তাপমাত্রার পারদ ফের কিছুটা চড়তে পারে। বিকেলের পর থেকে আবহাওয়া তুলনামূলক ভাবে মনোরম হবে। যদিও এখনই একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।

Related Articles