Sambad Samakal

Mamata: বাংলাদেশের সঙ্গে ‘ফরাক্কা চুক্তি’তে আপত্তি! এক তরফা সিদ্ধান্ত! কী যুক্তি মমতার?

Jun 23, 2024 @ 4:35 pm
Mamata: বাংলাদেশের সঙ্গে ‘ফরাক্কা চুক্তি’তে আপত্তি! এক তরফা সিদ্ধান্ত! কী যুক্তি মমতার?

শনিবারই দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ফরাক্কা চুক্তি’র পুর্ননবীকরণ নিয়ে আলোচনা চালিয়েছেন মোদি। আর এতেই প্রবল আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কীভাবে বাংলার সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যাচ্ছে কেন্দ্র সরকার!

সূত্রের খবর, ১৯৯৬ সালে হওয়া গঙ্গার জলবণ্টন চুক্তি নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোদি-হাসিনা বৈঠকে। নির্ধারিত সময় ২০২৬-এর আগেই ফরাক্কা চুক্তি ফের নবীকরণ করতে চাইছে বাংলাদেশে। তাতে ইতিমধ্যেই সম্মতিও দিয়েছে মোদি সরকার।

এই প্রেক্ষিতেই তৃণমূলের দাবি, এই চুক্তির জেরে প্রতিবছর বন্যার কবলে পড়ে বাংলার একাধিক জেলা। চুক্তির শর্ত মত, গঙ্গার ড্রেজিংও করা না। অন্যদিকে, চুক্তির টাকাও পায়নি রাজ্য। এই পরিস্থিতিতে সরাসরি চুক্তিতে আপত্তি না তুলেও মুখ্যমন্ত্রীর দাবি, শর্ত অনুযায়ী যাতে বাংলার স্বার্থ রক্ষা হয় তা নিশ্চিত করতে হবে মোদি সরকারকে। দেশের একটি অঙ্গরাজ্যকে বিপদে ফেলে এই ধরনের চুক্তি অনৈতিক। এখন দেখার শেষপর্যন্ত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় মোদি সরকার।

Related Articles