আগামীকাল, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদ অধিবেশন। আর প্রথম দিনই ফের শপথগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! যদিও প্রধানমন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছিলেন মোদি। তবে সোমবার বারাণসী থেকে নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেবেন তিনি।
শুধু মোদি নয়, শাসক-বিরোধী উভয় পক্ষের নবনির্বাচিত সাংসদরাই এদিন শপথ নেবেন। উল্টোদিকে, সংসদের প্রথমদিনের অধিবেশনই উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ‘ইন্ডিয়া’ জোটের ‘হইচই’য়ের জেরে। কার্যত নিট ও নেট পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি ইস্যুতে প্রথম দিন থেকেই সরকারকে কোনঠাসা করার কৌশল নিয়েছে বিরোধীরা। এখন দেখার শেষপর্যন্ত কেমন হয়, অষ্টাদশ সংসদ অধিবেশনের প্রথম দিন।