নিট-নেট পরীক্ষা বাতিল বিতর্কে উত্তাল দেশ। আর এরমধ্যেই রবিবার ফের পরীক্ষায় বসছে স্নাতক স্তরের নিট পরীক্ষায় ‘গ্রেস মার্কস’ পাওয়া পড়ুয়ারা। সুপ্রিমকোর্টের নির্দেশে আজ দেশের সাতটি কেন্দ্রে নতুন করে পরীক্ষা নিচ্ছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি।
জানা যাচ্ছে, মোট ১ হাজার ৫৬৩ জন পড়ুয়া আজ পুনরায় পরীক্ষা দিচ্ছেন। এনটিএর পরীক্ষা পদ্ধতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যে বিশেষ কমিটি তৈরি করেছে, তার সদস্যরাও থাকবেন পরীক্ষা কেন্দ্রে। এছাড়াও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোক।। সুপ্রিমকোর্টের নির্দেশে হওয়া এই পরীক্ষা নিয়ে যাতে নতুন করে কোনও বিতর্ক না হয়, সেই বিষয়ে কড়া দৃষ্টি রয়েছে কেন্দ্রীয় সরকারেরও।