Sambad Samakal

NEET Scam: নিট দুর্নীতি কাণ্ডে জড়িত এনটিএ আধিকারিকরা! কোন পথে তদন্তে সিবিআই?

Jun 23, 2024 @ 2:45 pm
NEET Scam: নিট দুর্নীতি কাণ্ডে জড়িত এনটিএ আধিকারিকরা! কোন পথে তদন্তে সিবিআই?

স্নাতক স্তরের নিট দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে সিবিআইয়ের জালে আটক হয়েছে একাধিক অভিযুক্ত। প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত সিকান্দারকে জেরা করে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। আর সেই তথ্যের ভিত্তিতেই এবার খোদ ন্যাশানাল টেস্টিং এজেন্সির আধিকারিকদের জেরা করতে চলেছে সিবিআই!

জানা যাচ্ছে, ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই কেলেঙ্কারিতে হাত রয়েছে একাধিক এনটিএ আধিকারিকের। কারণ সংস্থার ভেতরকার কোনও যোগসাজশ ছাড়া এতবড় কাণ্ড ঘটানো কার্যত অসম্ভব বলে মনে করছপন তদন্তকারীরা।

Related Articles