আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার অধিবেশন। আর তারআগেই রবিবার তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। বেশ কিছুক্ষণ সুদীপের সঙ্গে বসে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু জানান, সংসদ অধিবেশন সুষ্ঠু ভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতা প্রয়োজন। তাই একজন বর্ষীয়ান বিরোধী দলের সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলাম।
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এই বৈঠক প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সংসদীয় বিষয়ক মন্ত্রী আমাদের সহযোগিতা চাইতে এসেছিলেন। আমরা সরকারকে সবরকমের সহযোগিতা করতে রাজি। তবে নিট বা নেট পরীক্ষা নিয়ে যে বিরাট মাপের দুর্নীতি হয়েছে, তা সহজে ছেড়ে দেওয়া হবে না। তৃণমূলও সংসদে এই বিষয়ে সরব হবে।”