একশো দলীয় কর্মী নিয়ে দিল্লির পথে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী! জানা যাচ্ছে, সোমবার সংসদে শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে দিল্লি পারি দিচ্ছেন বাঁকুড়ার একশো জন তৃণমূল কর্মী। রবিবার বিকেলেই অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি উড়ে গিয়েছেন তাঁরা।
কেন হঠাৎ শপথগ্রহণ অনুষ্ঠানে একশো তৃণমূল কর্মীকে নিয়ে যাচ্ছেন বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী? সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান, দলকে ভোটে জেতানোর জন্য কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন। সেকারণেই আজ তিনি সাংসদ হিসেবে নির্বাচন হয়েছেন। তাই সেই সমস্ত কর্মীদের সম্মান জানাতেই এই উদ্যোগ।
যদিও সাংসদ অরূপ চক্রবর্তী জানান, যে একশো জন তৃণমূল কর্মী দিল্লি যাচ্ছেন, তাঁরা নিজেরাই যাতায়াত ভাড়া সহ আনুষাঙ্গিক খরচ দিচ্ছেন। শপথগ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতেই মূলত এই উদ্যোগ বাঁকুড়ার তৃণমূল কর্মীদের।