Sambad Samakal

Eviction Protest: উচ্ছেদ অভিযানে তুমুল বিক্ষোভের মুখে পুলিশ! উত্তেজনা মাঝেরহাটে

Jun 24, 2024 @ 4:19 pm
Eviction Protest: উচ্ছেদ অভিযানে তুমুল বিক্ষোভের মুখে পুলিশ! উত্তেজনা মাঝেরহাটে

উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পুলিশ! তুমুল উত্তেজনা মাঝেরহাটে। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে মাঝেরহাটের হেলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করতে যায় পুলিশ। বুলডোজার নিয়ে কাজ শুরু করতেই পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, ফুটপাথের ওপরে একটি ক্লাবঘর রয়েছে, যেখানে বিভিন্ন সামাজিক কাজ হয়। ছোটদের স্কুল চলে। সেই স্থান পুনর্বাসন না দিয়ে ভাঙা চলবে না। যদিও পোর্ট ট্রাস্টের দাবি, ওই ক্লাব আসলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। যদিও এই দাবি মানতে নারাজ এলাকার বাসিন্দারা। শেষপর্যন্ত তুমুল অশান্তির মধ্যে উচ্ছেদ অভিযান বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।

Related Articles