পুর পরিষেবা নিয়ে সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ভর্ৎসনার পরেই বড়সড় রদবদল হল প্রশাসনিক মহলে। জানা যাচ্ছে, পুর কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল সঞ্জয় বনসলকে। তাঁর স্থানে পুনরায় ফিরে এলেন বিনোদ কুমার। স্বয়ং মুখ্যমন্ত্রীই তাঁকে পুর দফতরের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
অন্যদিকে, জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে বদল করা হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবকে।আইএএস বিবেক কুমারকে আনা হল এই পদে। সৎ ভাবে কাজ না করলে প্রয়োজনে বিএলআরও ও ডিএলআরও’দের সরিয়ে দেওয়ার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যের তিন জন মহকুমা শাসককে তাঁদের কাজের জন্য শোকজ’ও করা হয়েছে নবান্নের তরফে।