হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতি তাণ্ডব! সংরক্ষিত কামরায় উঠে মারধর যাত্রীদের! অভিযোগ, সোমবার বিহারের ওপর দিয়ে হাওড়ার দিকে আসার সময়ে এস৯ কামরায় ওঠে কয়েক জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জোর করে সিটে বসার চেষ্টা করে তারা। আপত্তি করলে যাত্রীদের মারধর করা হয় বলে অভিযোগ।
বিহারের কুদরা স্টেশনে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আক্রান্ত যাত্রীরা। যদিও তাদের দাবি, প্রয়োজনের সময়ে ট্রেনের মধ্যে আরপিএফ বা কোনও রেলকর্মীকে সাহায্যের জন্য পাওয়া যায়নি। এই ঘটনায় ফের দূরপাল্লার ট্রেনে রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।