সপ্তাহান্তে ফের বাতিল হতে চলেছে শতাধিক লোকাল ট্রেন! চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের! জানা যাচ্ছে, হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় নন ইন্টারলকিংয়ের কাজের জন্য লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে। কাজ চলবে আন্দুল স্টেশনে তাই, হাওড়া-মেদিনীপুর লাইনে মোট ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
এছাড়াও মেদিনীপুর শাখার ওপর দিয়ে যাতায়াত করা ৩২ জোড়া দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। রেলযাত্রীদের একাংশের দাবি, এইভাবে বারবার পরিকাঠামো উন্নয়নের নামে ট্রেন বাতিল করা হয়। কিন্তু তাতেও যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বাড়ে না। যদিও রেলের দাবি, পরিষেবার মানোন্নয়নের জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।