Sambad Samakal

NEET Scam: স্ট্যাম্প পেপারে চুক্তি করে প্রশ্ন ফাঁস! নিট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Jun 25, 2024 @ 6:28 pm
NEET Scam: স্ট্যাম্প পেপারে চুক্তি করে প্রশ্ন ফাঁস! নিট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

স্ট্যাম্প পেপারে চুক্তি করে নিটের প্রশ্ন ফাঁস! তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশয়ে আনল সিবিআই। জানা যাচ্ছে, নিট দুর্নীতি কাণ্ডের কিংপিন সঞ্জীব মুখিয়াকে জেরা করেই এই তথ্য হাতে এসেছে।

জানা যাচ্ছে, পড়ুয়া পিছু ৩০-৪০ লক্ষ টাকায় প্রশ্ন পাইয়ে দেওয়ার জন্য রফা করা হত। ১ হাজার স্ট্যাম্প পোপারে তৈরি হত লিখিত চুক্তিপত্র। শর্তানুযায়ী চেকের মাধ্যমে টাকা দিতে হত সঞ্জীব মুখিয়াকে। স্ট্যাম্প পেপারে লেখা কোনও শর্ত লঙ্ঘন করলে, পাওয়া যেত না প্রশ্ন। সমস্যা এড়াতে আগেই পড়ুয়াদের থেকে পুরো টাকা নিয়ে জমা নেওয়া হত।

এই পুরো চক্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১৩ জনে গ্রেফতার করা হয়েছে বিহারের পাটনা থেকে। কেন এই পুরো র‍্যাকেটের বিষয়ে পুলিশ এতদিন কিছু জানতে পারল না, সেই বিষয়টি স্পষ্ট করতে এদিন পাটনার এসএসপি’কে জেরাও করেন সিবিআইয়ের তদন্তকারীরা।

Related Articles