লোকসভার নয়া স্পিকার নির্বাচনে চাপে বিজেপি! কাজ হল না খাড়গে-মমতা-অখিলেশকে রাজনাথের সিংহের ফোনেও! স্পিকার পদে পাল্টা প্রার্থী দিল বিরোধী ইন্ডিয়া জোট। ফলে বুধবার হবে ভোটাভুটি!
জানা যাচ্ছে, লোকসভার স্পিকার পদে এনডিএ ফের মনোনয়ন দিয়েছে ওম বিড়লাকে। পাল্টা ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেস নেতা কে সুরেশ। ইতিমধ্যেই দু’তরফে মনোনয়ন জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
কংগ্রেস সংসদ রাহুল গান্ধী জানিয়েছেন, স্পিকার পদের জন্য সরকার পক্ষের প্রার্থীকে সমর্থন করতে রাজি ছিল গোটা বিরোধী শিবির। তবে ডেপুটি স্পিকার পদে বিরোধীদের প্রার্থীকে সমর্থনের দাবি করা হয়েছিল। কিন্তু মোদি সরকার এই রীতি না মানায়, পাল্টা ভোটাভুটি হবে।